দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ফোর্ডসবার্গ শহরে লিংকন নামে এক বাংলাদেশি ব্যবসায়ী সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে এ বাংলাদেশির দোকানে সন্ত্রাসী ঢুকে তাকে গুলি করে।
আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। বর্তমানে তার মরদেহ মেফেয়ারের গার্ডেন সিটি হাসপাতালে রাখা হয়েছে। নিহত লিংকনের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে।
এর আগে, দক্ষিণ আফ্রিকার নর্দানকেপ প্রভিন্সের স্টেকস্প্রিট শহরে সন্ত্রীদের গুলিতে আহমেদ ভুট্ট নামে এক বাংলাদেশি নিহত হন। সন্ত্রাসীরা তার দোকানে ঢুকে প্রথমে চাপাতি দিয়ে কোপ দেয় তাকে। কোপ দেয়ার পরে প্রবাসীর গলায় গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয় প্রবাসীরা এ বাংলাদেশিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। তিনি মারাত্মকভাবে আহত হয়ে দেশটির ইস্ট লন্ডন হাসপাতালে দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন ছিলেন। এ সময় তার ৩টি সফল অপারেশন হয়েছিল। অবশেষে তিনি ১৯ নভেম্বর (সোমবার) রাত ১২টা ৩০ মিনিটের দিকে মৃত্যুবরণ করেন।