যুক্তরাজ্যের লন্ডনে শিশু ধর্ষণের অপরাধে জিয়া উদ্দিন (২৭) নামে এক বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। লন্ডনের ফ্যাশন ব্রান্ড প্রাইমার্কের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের সময় ১৫ বছরের চার শিশুকে ধর্ষণ করেন তিনি।
জিয়া উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রাইমার্কে শপিং করতে এসে চুরি করে ধরা পড়া মেয়েদের পরিবারকে চুরির ঘটনা জানিয়ে দেয়া এবং তাদের বিরুদ্ধে পুলিশ রেকর্ডে নাম উঠানোর ভয় দেখিয়ে শিশুদের যৌন নিপীড়ন ও ধর্ষণ করতেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, কিংস্টনের প্রাইমার্ক দোকানে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন উদ্দিন। তাকে নিয়োগ দিয়েছিল ব্রুকনাইট সিকিউরিটি। দোকানে চুরি করে ধরা পড়া ১৫ বছরের মেয়েদের চুরির বিষয়ে বাবা-মা না বলার বিনিময়ে যৌন কর্মকাণ্ডে বাধ্য করতেন।
বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারক জর্জিনা কেন্ট তাকে ১৪ বছরের কারাদণ্ড দেন এবং অনির্দিষ্টকালের জন্য শিশুদের সঙ্গে কাজে নিষেধাজ্ঞা জারি করেন।