নিউইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এম এইচ মতিন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গত কয়েক সপ্তাহ ধরে তিনি ওই হাসপাতালেই হার্টের সমস্যায় চিকিৎসাধীন ছিলেন।
ইতিপূর্বে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও আত্মীয়-স্বজনসহ বহু বন্ধু-বান্ধব রেখে গেছেন। তার মৃত্যুতে দলের নেতাকর্মী ও প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার সন্তান এম এইচ মতিন ব্যক্তিগত জীবনে স্বল্পভাষী আর সাদা মনের মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় বসবাস করছিলেন।
এম এইচ মতিন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেন। তার নামাজে জানাজা এস্টোরিয়াস্থ আল আমীন জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।