Search
Close this search box.
Search
Close this search box.

Paponজুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি দমন কমিশন-আকসুকে না জানানোর ঘটনায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে নিষিদ্ধ করা হয়েছে। সাকিবের এই নিষেধাজ্ঞার পেছন পাপনের ভুমিকা ছিলো বলে অনেকেই অভিযোগ করে আসছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার ভিডিও।

ধারনা করা হচ্ছে, ভিডিওটি সিঙ্গাপুরের মেরিনা-বে স্যান্ডস হোটেলের। সম্প্রতি দেশে ক্যাসিনো বিরোধী অভিযানে আটককৃতদের মধ্যে কেউ কেউ ওই ক্যাসিনোতে নিয়মিত যেতেন।

chardike-ad

ক্যাসিনো বিরোধী চলমান অভিযান ও সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে যখন পুরো দেশ উত্তাল, ঠিক তখনই এমন ভিডিও প্রকাশিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুরু হয়েছে সমালোচনার ঝড়। এমন ভিডিও ভাইরাল হওয়াকে বাংলাদেশ ক্রিকেটের জন্য নেতিবাচক হিসেবেই দেখছেন ক্রিকেটপ্রেমীরা।