সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় আব্দুল জব্বার (৩৫) নামে এক বাংলাদেশি প্রকৌশলী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টায় আমিরাতের ফুজাইরায় এ দুর্ঘটনা ঘটে।
প্রকৌশলী আব্দুল জব্বারের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। পরিবার-পরিজন নিয়ে দিব্বায় থাকতেন তিনি। এক মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে তার।
জীবিকার তাগিদে ৯ বছর আগে আমিরাত আসেন আব্দুল জব্বার। আমিরাতের অন্যতম প্রদেশ ফুজাইরায় একটি কোম্পানিতে তিনি কর্মরত ছিলেন। এদিন সকালে নিজে গাড়ি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তার মরদেহ দিব্বা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বন্ধু প্রকৌশলী আব্দুল মতিন জানান, কিছু দিন আগে দেশে এক সড়ক দুর্ঘটনায় আব্দুল জব্বারের বাবার মৃত্যু হয়েছে। আমিরাতে বেশ কিছু দিন ধরে ছেলের অসুস্থতা নিয়ে মানসিক দুশ্চিন্তায় ছিলেন তিনি।