Search
Close this search box.
Search
Close this search box.

North_koreaপশ্চিমাঞ্চলীয় সীমান্তে উত্তর কোরিয়ার গোলাবর্ষণের পর সীমান্ত এলাকা থেকে অভিবাসীদের সরে যেতে বলেছে দক্ষিণ কোরিয়া সরকার। বৃহস্পতিবার এ গোলবর্ষণ করে উত্তর কোরিয়া। খবর বিবিসির।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দফতর জানায়, উত্তর কোরিয়া দেশটির সামরিক ইউনিটকে লক্ষ্য করে ওই গোলাবর্ষণ করে। এ গোলাবর্ষণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠক করেছে।

chardike-ad

পশ্চিমাঞ্চলীয় সমুদ্র সীমায় উত্তর কোরিয়ার সাথে দেশটির অনেক দিন ধরেই সংঘাত চলে আসছে।


সীমান্তে শেল হামলা চালিয়েছে উ. কোরিয়া


বৃহস্পতিবার রাজধানী সিউলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলবর্তী ইয়নচিওন শহরে স্থানীয় সময় বিকাল ৩টা ৫২ মিনিটের দিকে গোলাবর্ষণ করে উত্তর কোরিয়া।

ওই গোলাবর্ষণের পর দক্ষিণ কোরিয়াও উত্তর কোরিয়াকে লক্ষ্য করে বেশ কয়েকটি গোলাবষণ করে। দক্ষিণ কোরিয়া ভেবেছিল উত্তর কোরিয়া তাদের ওপর রকেট হামলা চালিয়েছে। তাই তারা পাল্টা হামলা চালায়।

প্রসঙ্গত, ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধ কোনো প্রকার শান্তিচুক্তি ছাড়া শেষ হয়। তাই এখনও দুই কোরিয়ার মধ্যে সহিংসতা বিদ্যমান রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষ সীমান্তে বেশ কয়েকবার গোলাগুলি বিনিময় করেছে।