Search
Close this search box.
Search
Close this search box.

sell-attcatসীমান্তে দক্ষিণ কোরীয় সেনাদের ওপর শেল হামলা চালিয়েছে উত্তর কোরিয়া।

সিউলভিত্তিক সংবাদসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) দক্ষিণ কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় সেনা সেকশনের ওপর হামলাটি চালিয়েছে পিয়ংইয়ং।

chardike-ad

এর আগে গত ১৪ আগস্ট সীমান্তে পিয়ংইয়ং বিরোধী প্রচারণা বন্ধ করা না হলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলকে ‘আগুনের সাগরে’ পরিণত করার হুমকি দেয় উত্তর কোরিয়ার সেনাবাহিনী।


অভিবাসীদের সরে যেতে বলেছে দ. কোরিয়া


সম্প্রতি দুই কোরিয়ার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণের ঘটনায় দুই দক্ষিণ কোরীয় সেনা নিহত হয়। এ ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করে সীমান্তে তাদের বিরুদ্ধে লাউডস্পিকারে ‘প্রচারণা’ শুরু করে সিউল।

সেসময় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ দেশটির সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে জানায়, দক্ষিণ কোরিয়ার সেনারা সীমান্তে ‘ব্যাপক উস্কানি’ দিচ্ছে। যদি তাৎক্ষণিকভাবে এই প্রচারণা বন্ধ করা না হয়, তাহলে সামরিক অভিযান চালানো হবে।