ডিজে ও অভিনেত্রী মারজিয়া কবির সনিকা মা হয়েছেন। এই বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে সুখবরটা পাওয়ার কথা ছিল। কিন্তু একটু দেরিতে পাওয়া গেল। তবে সনিকার সঙ্গে তাঁর কন্যার কোন ছবি ফেসবুকে না থাকলেও তারই এক আত্মীয় তারিন রহমান সনিকার নবজাতকের ছবিসহ ফেসবুকে আপলোড করেছেন, এবং ছবিটির ক্যাপশনে ডিজে সনিকা ও তার স্বামী জয়নুল আদি ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন। আরও বলেছেন আমাদের পরিবারে নতুন অতিথির আগমন ঘটলো। দেখ সবাই মেয়েটিকে তোমরা চিনতে পার কিনা । শুভেচ্ছা তোমাদের। তোমরা সবাই দোয়া করো।’
তবে এ বিষয়ে ডিজে সনিকার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর নাম্বারটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, এই বছরের মার্চে পাত্র চট্টগ্রামের ছেলে জয়নুল আদি ইসলাম সেজানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।