asraful-americaপ্রায় চার মাস ধরে আমেরিকায় রয়েছেন সাবেক দেশসেরা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আমেরিকায় বসেই একের পর এক আলোচিত খবরের শিরোনাম হচ্ছেন তিনি।

তার বিয়ে করার খবরও আসে আমেরিকা থেকেই। এবার নতুন চমক দেখালেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের এখনো একটি মডেল হিসাবে ভূমিকা রেখেছেন তিনি।

chardike-ad

নির্বাসিত আশরাফুলের জীবনে যোগ হয়েছে নানা অভিজ্ঞতা। আমেরিকায় ক্রিকেট খেলেছেন তিনি। অভিনয় করেছেন। আমেরিকার নিউ জার্সিতে একটি কনসার্টে অংশ নেন তিনি।

সঙ্গীতশিল্পী আশা ভোশলে ও তালাত আজিজের ‘দ্য আইকনিক ট্যুর’ নামক কনসার্টে যান আশরাফুল। বাংলাদেশের গর্বিত সংগীতশিল্পী সোমা এ রহমান ও তার স্বামী সাবেক ক্রিকেটার আতিয়ার রহমানও।

আশরাফুলের এই বিষয়টিও বেশ আলোচনায় আসে। কবে তিনি দেশে আসবেন এটি জানানো হয়নি এখনো। হয়তো এবারের বিপিএল আসরের দর্শক হয়ে আরো আলোচিত হবেন তিনি।