happy_Shakibজাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রুবেল হোসেনের সাথে প্রেমে জড়িয়ে নিজেকে করেছেন আলোচিত এবং সমালোচিত। সেই সুবাদে পাওয়া পরিচিতি বা জনপ্রিয়তার তুলনায় খুব বেশি কাজ নেই মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির।

তবে তার ভক্তদের জন্য দারুণ এক সুখবর অপেক্ষা করছে। সেটি হলো ঢালিউড কিং বলে খ্যাত শাকিব খানের বিপরীতে একটি আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন হ্যাপি। পাশাপাশি এই আইটেম গানের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ পারিশ্রামিক পাওয়া আইটেম কন্যা হিসেবেও নাম লিখালেন তিনি! অর্থাৎ দেশের হয়ে সবচেয় বেশি দামি আইটেম গার্ল এখন হ্যাপি।

chardike-ad

জানা গেছে, শফিক হাসানের ‘ধুমকেতু’ ছবিতে একটি গানে নাচবেন শাকিব ও হ্যাপি। শনিবার বিকেল থেকে ২নং ফ্লোরে গানটির শুটিং হবে, চলবে রবিবার পর্যন্ত।