জাতীয় দলের কৃতি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বিয়ে করতে যাচ্ছেন। গত বুধবার ভৈরবের মেয়ে অনিকা তাসলিমা অর্চির সঙ্গে আকদ সেরে ফেলেছেন তিনি। আশরাফুলের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আকদের আনুষ্ঠানিকতা হয়েছে যুক্তরাষ্ট্রে।
অর্চির গ্রামের বাড়ি ভৈরবে হলেও, সপরিবারে থাকেন ঢাকার এলিফ্যান্ট রোডে। দুই ভাই বোনের মধ্যে অর্চি বড়। তাঁর বাবা একজন ব্যবসায়ী।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আশরাফুল বিয়ের সত্যতা স্বীকার করে বলেন, ‘ভালোই লাগছে নতুন জীবন শুরু করতে পারছি বলে। দেশবাসির কাছে আমি দোয়া চাইবো, আমার নতুন জীবন যেনো সুখী হয়।’
ফেসবুকেই আশরাফুল জানিয়েছেন, আপাতত আকদ হলেও বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন আগামী ডিসেম্বরে। আশরাফুলের এই বিয়ের পেছনে ভূমিকা রেখেছেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসের মা।
২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আশরাফুলের। ৬১ টেস্ট খেলে ২৭৩৭ রান সংগ্রহ করেন তিনি। এর মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি। আর ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান ৩৪৬৮। এর মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরি।
এরকম আরো কিছু নিউজঃ
## রোজা রেখে ক্রিকেট খেলেন যে ৫ ক্রিকেটার
## বিশ্বকাপ খেলা ক্রিকেটার এখন ক্ষেত মজুর!
## এবার ওয়ানডেতেও ট্রিপল সেঞ্চুরি!
## যে তিন ক্রিকেটার কুরআনের হাফেজ
## ক্রিকেট ইতিহাসে অলস ৫ ক্রিকেটার