usama_tamim_jalilসম্প্রতি তাবলিগ জামাতে গিয়েছিলেন ক্রিকেটার তামিম ইকবাল। তার সাথে ছিলেন চিত্রনায়ক ও পরিচালক অনন্ত জলিল। গুলশান আজাদ মসজিদে তারা মুফতি ওসামার সাথে ছিলেন। সেখানে তারা তিন দিন অবস্থান করেন।

ছবিটি ফেসবুকে প্রকাশ করা হয়।

chardike-ad