রোববার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয় দিয়ে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এই আনন্দে ভাসছে সারা দেশ। বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক ওই মুহূর্তের চাক্ষুষ সাক্ষী ছিলেন মিরপুর স্টেডিয়ামের হাজার হাজার দর্শক।
সাধারণ মানুষদের পাশাপাশি উপস্থিত ছিলেন শোবিজের নানা অঙ্গণের তারকারাও। পাশাপাশি ক্যামেরার দৃষ্টি কেঁড়েছেন পেসার রুবেলের সাবেক প্রেমিকা আলোচিত মডেল ও অভিনত্রী নাজনীন আক্তার হ্যাপি।
খেলা চলার এক ফাঁকে গাজী টিভির প্রতিবেদক মুখোমুখী হন হ্যাপির। সরাসরি প্রচার হওয়া সাক্ষাৎকারে হ্যাপি রুবেলকে নিয়ে কোনো কথা বলতে না চাইলেও জানালেন জীবনে কোনোদিন তিনি বিয়ে করবেন না।
নিয়মিত খেলা দেখতে মাঠে আসেন কি না প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে হ্যাপি বলেন, ‘আমি আসলে খেলা দেখতে কম আসি। আজকে নিয়ে দ্বিতীয়বারের মতো আসলাম। আগের খেলাটা খুব বেশিক্ষণ দেখিনি। তবে আজকের (সোমবার) খেলাটা পুরোটা দেখব।’
মাঠে হ্যাপি কার খেলা দেখতে যান এ বিষয়ে জানতে চাইলে হ্যাপি বলেন, ‘বাংলাদেশ-ইন্ডিয়ার খেলা। এটাই দেখতে এসেছি। এখানে আর কোনো কিছু নেই। একজন বাংলাদেশি হিসেবে পুরো টিমকেই আমার ভালো লাগে। আমি চাই টাইগাররা আজকের ম্যাচ জিতুক, পুরো সিরিজটাও জিতা হয়ে যাবে।’
প্রতিবেদক একপর্যায়ে হ্যাপির কাছে জানতে চান, রুবেলকে নিয়ে দেশে-বিদেশে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। এসব নিয়ে বর্তমানে কেমন আছেন তিনি? মিষ্টি হেসে হ্যাপির জবাব, ‘আছি, ভালোই আছি। চলছে। নিজের কাজ করার চেষ্টা চালাচ্ছি।’
রুবেলকে জড়িয়ে প্রতিবেদকের প্রশ্নে হ্যাপি বলেন, ‘রুবেল নিয়ে কোনো কথা বলবো না।’
নিজের বিয়ে করা নিয়ে হ্যাপি এক পর্যায়ে বলেন, ‘আমি কখনোই বিয়ে করবো না। আগেও বলেছি এ ব্যাপারে। আপনার কাছে (জিটিভির প্রতিবেদক) এই ভিডিওটা থাকবে তো। আমি আবার বলছি, কখনোই বিয়ে করবো না।’
এসময় হ্যাপি তার ক্যারিয়ারের নানা বিষয় নিয়েও কথা বলেন। জানালেন, মায়া নামের একটি চলচ্চিত্রে তিনি অভিনয় করতে যাচ্ছেন।
হ্যাপির সাক্ষাৎকারটি দেখুন ভিডিওতে :
এরকম আরো কিছু নিউজঃ
## টিভিতে রুবেল সর্ম্পকে যা বললেন হ্যাপি
## বৃহষ্পতিবার হ্যাপি’র বিয়ে !
## রুবেলের কাছে হ্যাপির খোলা চিঠি
## হ্যাপির কথোপকথনের এক্সক্লুসিভ ভিডিও