Search
Close this search box.
Search
Close this search box.

footpath

ফুটপাথে প্রায়ই দেখা যায় ছোট ছেলে মেয়েরা ভিক্ষা করতে। কিন্তু ছবিতে যে পাঁচ-ছয় বছরের ছোট্ট মেয়েটিকে দেখা যাচ্ছে সে ফুটপাথে ভিক্ষা করছে না। মেয়েটি খোলা আকাশের নিচে প্লাস্টিকের বস্তা পেতে, তার ওপর বসে পড়ালেখা করছে! এক মনে, এক ধ্যানে । আশেপাশের কোন কিছুর প্রতিই খেয়াল নেই যেন। ব্যস্ত রাস্তার মানুষ, গাড়ির শব্দ… এমনকি টিপটিপ বৃষ্টিও ওর মনোযোগ অন্যদিকে নিতে পারেনি । এমন মনোযোগ দিয়ে ফুটপাথে বসে পড়ালেখা করতে দেখা আসলেই অবাক হবার মতোই ব্যাপার ।

chardike-ad

মেয়েটির নাম আসমানি, মেয়েটির বাবা একজন পঙ্গু হকার। বাসে বাসে ঘুরে হকারি করেন, আর যেখানে যান একমাত্র মেয়েকে সাথে নিয়ে যান। মেয়েকে স্থানীয় একটি কিন্ডার গার্টেনে ভর্তি করিয়ে দিয়েছেন, এখন ক্লাস টুতে । সেখানেই মেয়ে নিজ গরজে পড়তে যায়। কাল ধর্ম পরীক্ষা, তাই আজ সে পরীক্ষার পড়া লিখছে ।

আসমানির বড় হয়ে ডাক্তার হওয়ার খুর সখ আর তাই সে দুনিয়ার সব আগ্রহ এক করে, টিপটিপ বৃষ্টির মাঝেই লিখে যাচ্ছে।

প্রিয়.কম